মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৮ আগষ্ট বুধবার সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ’র পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা ও কাজী জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, কৃষি অফিসার সালমা জাহান নিপা, ওসি তদন্ত বোরহান উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সদর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজসহ অন্যরা।