বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে ১২আগষ্ট বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে ষান্মাসিক রুকন সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে উক্ত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেলের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হুসাইন।
সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে চলা এ রুকন সম্মেলনে মাগুরা জেলার প্রত্যান্ত অঞ্চলের রুকনগন অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তাঁর বক্তব্যে বলেন দেশকে সুখু সম্মৃদ্ধিশীল দেশে রুপান্তরিত করতে হলে দেশে কোরআনের শাসনের বিকল্প নেই — তাই জামায়াতের রুকনদেরকে আরো বেশী বেশী কোরআন হাদিস চর্চা করে নিজেদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে।