মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে ২২ আগষ্ট রবিবার বিকেলে দারিয়াপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা জামির হোসেন বিশ্বাস স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন করা হয়েছে।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কাননের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাস বাঁশী সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম সিহাবসহ আরো অনেকে।