মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের ঘসিয়াল গ্রামে সামাজিক বিরোধের কারণে গ্রামবাসীর মাঝে দীর্ঘদিনের মনোমালিন্য নিষ্পত্তি ও এলাকায় মাস্ক বিতরণ হয়েছে।
২০ আগষ্ট শুক্রবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের ঘসিয়াল সার্বজনিন মন্দিরে মাগুরা জেলা পরিষদের পরিষদ সদস্য ও যুবলীগ নেতা মোঃ আরজান বিশ্বাস বাদশার নেতৃত্বে গ্রাম্য বৈঠকের মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করা হয়।
এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়। দ্বারিয়াপুর ইউনিয়নের ঘসিয়াল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোবারক বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলম বিশ্বাস, চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জীবন কুমার মন্ডল, চৌগাছি গ্রামের বিমল বিশ্বাস, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সুশান্ত বিশ্বাস, গোয়ালদাহ গ্রামের বাবু জীবন কুমার মন্ডল, মালাই নগর গ্রামের ডাক্তার দিলীপ বিশ্বাসসহ অন্যরা।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলমান এ শালিসের সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন চরগোয়ালদাহ গ্রামের জহরলাল বিশ্বাস, অজয় ডাক্তার, অত্র ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নওশের আলী বিশ্বাস।
জানা যায়, ঘড়িয়াল গ্রামের নরেশ স্যার ও বিধান স্যারের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বিরোধের কারণে তাঁদের মধ্যে মনোমালিন চলে আসছিলো। এর প্রভাব গ্রামের সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করার কারণে এলাকার প্রয় সকলেই আতংকগ্রস্থ ছিলেন৷
এই সামাজিক বিরোধ নিষ্পত্তির কারণে এলাকায় অচিরেই শান্তির বাতাস প্রবাহিত হবে বলে মনে করছেন সচেতন মহল।