হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট সোমবার দুপুরে স্থানীয় আমতৈল বাজারস্থ সব্দালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আরশাদুল ইসলাম তুর্কির সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আলেপ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন , সব্দালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মজাসহ অনেকে।
এসময় সব্দালপুর ইউনিয়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের স্মরনে ও মাগুরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কামান্ডার মোল্যা নবুয়ত আলীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।