1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৃত চাচাকে পিতা বানিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামীর ব্যাতিক্রমী গণসংযোগ পালন! ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি ও উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত ! নানা আয়োজনের মধ্যে দিয়ে নকলায় বাংলা নববর্ষ পালিত ঠাকুরগাঁওয়ে কারাগারে নববর্ষ উদযাপন ঠাকুরগাঁওয়ে বেলীর অভাবের সংসারে আলো হয়ে এলো ফুটফুটে ছেলে ! চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী আনন্দ শোভাযাত্রা তিতাসে প্রবাসী স্বপন হত্যা মামলার আসামি দুই সহোদর ভাই গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে গ্রামে ঘুরে ঘুরে শিশুদের আবদার ‘রাক্ষস এসেছি রে…চাল দে’

মৃত চাচাকে পিতা বানিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

প্রতিনিধি,তাড়াইল (কিশোরগঞ্জ):
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৬৩৭ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে মৃত চাচাকে পিতা বানিয়ে সম্পত্তি দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে।
জানা গেছে,করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চর করনশী মৌজায় আরএস-৮৭২ নম্বর খতিয়ানে তিনটি ভিন্ন দাগে ৬৮শতাংশ ভূমি ওই গ্রামের মৃত রোশন আলীর ছেলে মোহাম্মদ ইসরাইল এর নামে লিপিবদ্ধ হয়।পিতা রোশন আলীর জীবদ্দশায় মাত্র ১২ বছর বয়সে ইসরাইল মারা যায়।ইসরাইল মারা যাওয়ার পর থেকেই ইসরাইলের রেখে যাওয়া ভূমি রোশন আলী অপর দুইপুত্র নূরুল ইসলাম ও ইহব্রাহীম খলিল ভোগ দখলকার থাকিয়া চাষাবাদ করিয়া থাকাকালীন প্রায় ৩২বছর পূর্বে রোশন আলী মারা যান।রোশন আলীর মৃত্যুর পর থেকেই তাঁর দুই ছেলে নূরুল ইসলাম ও ইব্রাহীম খলিল সমান হিস্যায় অপর ভাই মৃত ইসরাইলের ভূমিতে দখলকার থাকিয়া চাষাবাদ করিয়া আসিতেছে।নূরুল ইসলাম বিগত প্রায় ৫ বছর পূর্বে মারা যাওয়ার পর থেকেই তৎপুত্রদ্বয় কামরুল হাসান এবং নাহিন হাসান বাবু মৃত ইসরাইলকে নিজের পিতা দাবি করে রেখে যাওয়া ভূমি নিজেদের দখলে নেয়ার পাঁয়তারা করছে।ইদানিং মৃত নূরুল ইসলামের ছেলেরা পিতার নামের পাশে উরফে ইসরাইল দিয়ে একটি ভূয়া বায়োনাট গুজাদিয়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের একটি প্রত্যয়নপত্র নিয়ে সম্পূর্ণ ভূমি দখলের চেষ্টা করছে।

এ ব্যাপারে মৃত রোশন আলীর ছেলে ইব্রাহীম খলিল সত্যতা যাচাই ও প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবরে ১৮আগষ্ট বুধবার দাখিল করেন।
উল্লেখ্য মৃত নূরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং একজন সরকারী চাকুরে ছিলেন।সর্বশেষ তিনি একই জেলার তাড়াইল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শেষ করে অবসর গ্রহন করে নিজ বাড়িতেই থাকতেন।

এই প্রতিবেদকের সাথে ভূক্তভোগী ইব্রাহীম খলিলের কথা হলে তিনি জানান,আমরা তিন ভাই,তিন বোন ছিলাম।এর মধ্যে বড় ভাই ইসরাইল আরেক ভাই বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এবং এক বোন আছিয়া খাতুন মৃত্যুবরণ করেছেন।জীবিত অপর দুই বোন আমেনা এবং বেগমকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেও সত্যিটা জানতে পারবেন।

তিনি আরও জানান,মৃত ভাই বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম জীবদ্দশায় কোথাও তাঁর নামের পাশে উরফে ইসরাইল লিখেন নাই।সত্যতা যাচাইয়ের জন্য মৃত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের মুক্তিযোদ্ধা সনদ,বিবাহের নিকাহনামা,জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মৃত নূরুল ইসলামের ছেলের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যুক্ত করে জেলা প্রশাসকের নিকট বিষয়টি মীমাংসার জন্য আর্জি করেন।উক্ত প্রমাণপত্রের কোথাও নূরুল ইসলামের নামের পাশে উরফে ইসরাইল সংযুক্তি নাই।

তিনি জানান,আমার ভাতিজা মৃত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের ছেলে কামরুল হাসান এবং নাহিন হাসান বাবু ভূমিদস্যু এবং দাঙ্গা প্রকৃতির লোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net