হযরত সৈয়দ আশরাফ শাহ্ বলখী (র:), শাহ্সুফি হযরত আবু শাহ্ (র:) ও হযরত আজিজুল হক শাহ্ (র:) এর স্মরনে কদলপুর ইউনিয়নের ২শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় গাউছিয়া আশরাফিয়া হক মঞ্জিলের সামনে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় গাউছিয়া আশরাফিয়া হক কমিটির সহ সভাপতি নুরুল আলমের সার্বিক সহযোগিতায় ও গাউছিয়া আশরাফিয়া হক কমিটির উদ্যোগে আয়োজিত চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি ইরফান আহম্মেদ চৌধুরী, কামাল উদ্দীন, কাউন্সিলর জসিম উদ্দীন চৌধুরী, জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু, রোকন উদ্দীন। কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান তছলিম উদ্দীনের সভাপতিত্বে ও জয়নাল উদ্দীন মেম্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, ইউপি সদস্য আব্দুল করিম, সাইদুল ইসলাম প্রমুখ। মিলাদ ও মোনাজাত করেন শাহাজাদা আমিনুল হক হাসান শাহ্।