রাউজানের হলদিয়া ইউনিয়নের বৃন্দাবনপুর হযরত গেলামুর রহমান ভাবা ভান্ডারী ও হযরত নজির আহম্মদ শাহ মাইজভান্ডারীর মাসিক ফাতেহা শরীফ অনুষ্টিত হয়। ২২ আগষ্ট রবিবার সকাল থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিকিরে সেমা মাহফিল অনুষ্টানের মাধ্যমে মাসিক ফাতেহা শরীফ অনুষ্টিত হয় । মাসিক ফাতহে শরীফে রাউজান ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আশেক ভক্ত এসে যোগ দেয়।
মাসিক ফাতেহা শরীফে আগত আশেক ভক্তদের মধ্যে তবরুক বিতরণ করা হয় । এতে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মাহবুল আলম, মাইজভান্ডান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সুলতানপুর শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মনসুর আলম,রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, ব্যবসায়ী মনসুর, মফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী রাসেল, ওমর, শামশুল আলম। খতমে কোরআন ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলনা মোঃ মিজান, মাওলানা রহিম উদ্দিন। মাসিক ফাতেহা শরীফে দেম জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন বটপুকুরিয়া দরবারের শাহাজাদা সৈয়দ মোহাম্মদ আবু সালেহের পুত্র সৈয়দ মোহাম্মদ মঈন উদ্দিন রোকন ।