ঈদুল আজহার পরবর্তী গত ২৩ শে জুলাই ভোর থেকে ৫ই আগস্ট মধ্যরাত পর্যন্ত চলমান কঠোর লকডাউনের সময়সীমা বর্ধিত করে ১০ই আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আজ (৩রা আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্যসমূহ নিশ্চিত করেন। তিনি বলেন, ”১১ই আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট-শপিংমল, অফিস খোলা হবে তবে ভ্যাক্সিন দেওয়া ছাড়া কেউ কর্মস্থলে যোগদান করতে পারবে না। গণপরিবহনও পর্যায়ক্রমে ধীরে ধীরে চালু করা হবে।”
তিনি আরও যোগ করেন, ”৮ই আগস্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভ্যাক্সিন কার্যক্রম শুরু হলে, ১৮ বছরের উর্ধ্বে যদি কেউ ভ্যাক্সিন ছাড়া চলাচল করলে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চলমান কঠোর লকডাউনের মধ্যেও গত ১লা আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী শিল্পকারখানাসমূহ খুলে দেওয়া হয়।