কুমিল্লার লাকসাম উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা ৭ নং আজগরা ইউনিয়ন। এই ইউনিয়নের শাহপুর-ছিলোইনের একমাত্র যোগাযোগ ব্যাবস্থা চলাচলে অনুপোযুগি হয়ে পড়েছে।অন্যদিকে কল্যানগাটি হয়ে চরবাড়িয়া চৌরাস্তা পযন্ত রাস্তার বেহাল দশা নিত্যদিনের ই।রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছে ওই ইউনিয়নের বাসিন্দারা।
বেশ কয়েক বছর ধরে রাস্তাগুলোতে যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হওয়ায় অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে। গাড়িচালক, পথচারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছে অনেক বছর ধরে। তবে এবার সেই উপায়ও নেই। তার উপর বৃষ্টিতে পুরো সড়কের যাচ্ছে-তাই অবস্থা। শুধু গাড়ি চালক নয়,পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে উঠছে এ রাস্তা।
বড়মাম,ছিলোইন,শাহপুর, নাওটি,হারাখাল,হালিয়া হেসাখাল সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ এ রাস্তাগুলো দিয়ে যাতায়াত করে।অনেক মানুষের জীবিকা নির্ভর করে এ রাস্তার উপর।রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ অফিস।এতে করে শিক্ষাথীদের ও পোড়াতে হচ্ছে চরম দূভোগ।
স্থানীয় বাসিন্দা একজন শ্যামল বাংলা কে বলেনঃআমরা পুরোপুরি অসহায়, এ রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও কোনো এক অজানা কারনে তা শুরু হচ্ছে না।রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়ত করে, প্রায়ই অনেক মালবাহী পিকআপ, সিএনজি, অটোরিকশাসহ আরো অনেক গাড়ি যাতায়াত করে এ রাস্তাটি দিয়ে।জানিনা ঠিক কতদিন আমাদের মতো মানুষদের এ ভোগান্তি সহ্য করতে হবে।
ইউনিয়ন ছাত্রলীগের সাজ্জাদ হোসেন বলেনঃ-আমাদের ইউনিয়নে কয়েকটি গ্রাম এখনো পর্যন্ত অবহেলিত। গত দশ বছরে এক টাকাও পাই নাই কাজ করার জন্য। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা আশাবাদী।
এ বিষয়ে আজগরা ইউনিয়ন পরিষদের চেয়্যারমান রুহুল আমিন বলেনঃসাধারণত বর্ষা এলে রাস্তার বেহাল দশা হবেই।- আমার ইউনিয়নের কয়েকটি গ্রামের কথা আমার মাথা আছে।টেন্ডার প্রক্রিয়াধীন, গত বছর রাস্তাগুলোর কাজ হতো, কিন্তু মহামারী করোনার কারনে রাস্তার কাজ হয়নি,ইনশাআল্লাহ আগামী ৫-৬ মাসের মধ্যে কাজ শুরু হবে।