বাগেরহাটের শরণখোলায় টানা বৃষ্টিপাতে জমে থাকা পানি অপসারনের জন্য উপজেলার নয়টি পয়েন্ট থেকে পানি নিঃষ্কাশনের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। (৩ আগষ্ট) মঙ্গলবার দুপুরে খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর কালিয়ার খাল থেকে পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতায় বাঁধ কেটে পানি নিঃষ্কাশনের ব্যবস্থা করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত। পরে ওইসব স্থানে পাইপ বসানো হবে।
এসময় উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বাঁধ প্রকল্পের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমুখ । বাঁধ কেটে পানি নিঃষ্কাশনে খুশি স্থানীয় পানিবন্দি শতশত পরিবার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, পানিবন্দি মানুষদের ভোগান্তি লাগবে উপজেলার নয়টি পয়েন্ট থেকে সাময়ীকভাবে পানি নিঃষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। পরে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে।
গত ২৭ জুলাই থেকে তিনদিনের টানা বৃষ্টিতে শরণখোলার প্রায় ৯০ ভাগ মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দি হয়ে পরে।