জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বনবিভাগের পক্ষ থেকে পাঁচ শতাধিক মানুষের মাঝে বনজ, ফলজসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি জাফর আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ্ জামান দিপু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।