২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ট শনিবার বিকালে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহ-ভাপতি স্বপন দাশ গুপ্ত, শাহ আলম চৌধুরী, হামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মেদ চৌধুরী, শাহ্জাহান ইকবাল, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আ.লীগ নেতা জানে আলম জনি, নাঈমুন উদ্দিন চৌধুরী, এস এম বাবর, মাহবুল আলম, জসিম উদ্দিন, শ্যামল দত্ত, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, আব্দুল জব্বার সোহের, কাউন্সির শওকত হাসান, তছলিম উদ্দীন চৌধুরী, আবদুল লতিফ, তছলিম উদ্দীন, মহিলা কাউন্সিলর জান্নতুল ফেদৌস ডলি, মহিলা সম্পাদিকা সৈয়দা আফরোজা রেহানা, সুমন দে, সারজু মোহাম্মদ নাসের, শওকত হোসেন, আহসান হাবিব চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, আবু ছালেক, মনসুর আলম, ইসাহাক ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তী সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন কাদের।