বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, ফতেয়াবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইলের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। স্যার গত ৬ আগস্ট ২০১৮ ইং. দুপুর পৌনে দু’টায় ইন্তেকাল করেছিলেন। বঙ্গবন্ধুর এই প্রেমিক বিদায় নিয়েছেন শোকের মাসেই।
নিজ প্রজ্ঞা, মেধা ও মনন, সাধাসিধে জীবনযাপনের কারণে দলের বাইরেও সকল শ্রেণী, পেশার লোকজন এবং সব মত-পথ ও দলের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন বরেণ্য এই রাজনীতিক।
স্যারের রাজনৈতিক একটি স্মৃতি মুহুর্তের কথা আমাকে বলেছিলেন, তা হলো বঙ্গবন্ধুর সাথে পরিচিতি পর্ব।
সাবেক সাংসদ এবং হাটহাজারী আওয়ামীলীগের সভাপতি মরহুম এম এ ওহাব সাহেব তাঁকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধুর সাথে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে। তা হয়েছিলো- ১৯৭৫ এর জুলাইয়ে চট্টগ্রাম টু রাঙ্গামাটি মহাসড়ক হয়ে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রে যাচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই খবর জেনে পথ সভার মতো হাটহাজারী পার্বতী স্কুল মাঠে বঙ্গবন্ধুর সম্মানে জনসভার আয়োজন করেছিলো তৎকালীন আওয়ামী লীগ। এম এ ওহাব সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই জনসভায় উপস্থিত থাকা তরুণ বয়সী অধ্যক্ষ মোহাম্মদ ঈসমাইল সাহেব আমাকে বল্লেন→ ‘এম এ ওহাব সাহেব আমাকে খুব স্নেহ করতেন, মঞ্চে তুলে কাছে নিয়ে তিনি আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে পরিচয় করিয়ে দেন। মৃত্যুর মাত্র মাসখানেক আগের এই স্মৃতিটি আমাকে রোমাঞ্চিত করে এখনো’
সকল দল ও মত পথের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন পৌর এলাকার আলমপুর গ্রামের কৃতি সন্তান অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল।
তিনি- হাটহাজারী সমাচার’ র সম্মানিত উপদেষ্টা ছিলেন। ছোট ছোট বিভিন্ন পরামর্শ দিতেন, স্নেহ করতেন আমাকে দেখেই বলতেন- ‘শফির পোওয়া, ক্যান্ আছো…?’
আল্লাহ তা’য়ালা ওনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত দিন।
হাটহাজারী বাজারে শামসুল আলম চৌধুরীর ফার্মেসিতে, পরে তার বিপরিতে হাটহাজারী মাদরাসা গেইটের সিরাজ হোটেলে সন্ধ্যার দিকে প্রায় সময় বসতেন, শুভাকাংখিরা আসতেন, কথা বলতেন। হাটহাজারী মাদরাসা মসজিদে মাগরি/এশা’র নামায আদায় করে বাড়ি ফিরতেন।
২০১৭ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাটহাজারী সমাচার এর প্রকাশিত ক্রোড়পত্রের এই সাক্ষাতকার ↓ নিতে বাসায় গেলে আমি পাশে বসা অবস্থায় ছবিটি তুলেছিলেন সাংবাদিক নূর মালেক।