একটি সামাজিক সংগঠন।
রাউজানের ১৪নং বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়াতে অবস্থিত সংগঠনটি ।
সামাজিক ও মানবিক কাজে এরা সব সময় এগিয়ে। করোনা মহামারীর শুরু থেকেই এটি ত্রান কার্যক্রম সহ অন্যান্য সেবা মূলক কাজ করে আসছে।
করোনার এই মহামারির সময় মানুষ যখন হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুড়ে সিট না পেয়ে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে তখন একঝাক তরুণ এগিয়ে এসেছে মানুষের সেবায়। শহর পেরিয়ে গ্রামের অসহায় মানুষদের কথা চিন্তা করে অনুপ্রেরণা’র উদ্দ্যেগে ১৪ ই জুলাই হতে চালু করা হয়েছে “ফ্রি অক্সিজেন সেবা”।
গ্রামের অসহায় মানুষেরা যেখানে শহরের হসপিটালে চিকিৎসা সেবা নিতে পারছে না, অক্সিজেনের অভাবে এদিক ওদিক যাচ্ছে, “অনুপ্রেরণা” সেইসব অসহায় মানুষদের সাহায্য করার লক্ষ্যে এই উদ্দ্যেগ গ্রহন করেছে। তরুনরা নিজ উদ্যোগে রাউজান, রাংগুনিয়ার করোনা রোগীর ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিচ্ছে।
তবে এই উদ্দ্যেগ এখনো পর্যন্ত শুধুমাত্র রাউজান এবং রাঙ্গুনিয়ার আশেপাশের এলাকার মানুষদের জন্য। সহযোগিতা পেলে সীমাবদ্ধতা পেরিয়ে বৃহৎ পরিসরে এই সেবা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে সংগঠনটির।
সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে “অনুপ্রেরণা”র এই কার্যক্রম আরো গতিশীল করতে পারবে বলে আশা করে তারা।
অক্সিজেন সেবা পেতে যোগাযোগ করুন ঃ
01851-820705(তসলিম)
01864-490503(তৌসিফ)
01634-889112(তানভীর)
01867-133101(রাব্বি)
বেঁচে থাকুক অনুপ্রেরণা ♥
এগিয়ে যাক অনুপ্রেরণা ♥
হাসুক প্রতিটি প্রাণ♥
শ্বাস নিবে রাউজান♥