চলছে লকডাউন গ্যাপে গ্যাপে,
জনতা রয়েছে খ্যাপে খ্যাপে।
কখন মুক্তি মিলিবে,
নাকি শুধুই তামাশা চলিবে।
করোনা খুব ভীষণ চালক,
সরকারী বেসরকারি বোঝে।
জীবন বাঁচাতে মাঝে মাঝে,
সে একটু রেস্ট খোঁজে।
ভাইরাস সে তবুই ভাই,
মানুষের সাথে মিশে চলে।
বিশেষ দিনগুলোআসলে সে তো,
নিজেকে ঘুটিয়ে পেলে।
হাটবাজার কিছুই চিনেনা,
স্কুল মাদ্রাসা চিনে।
স্কুল মাদ্রাসা খোলার কথা,
যায় বেশি তার কানে।
করোনা ভাই মহা জ্ঞানী,
সকল শিক্ষা জানা।
দেশকে সে শিক্ষিত করবে,
স্কুল খোলা মানা
মসজিদেও যায় সে শুনি,
ইবাদত করার জন্য।
এমন ভালো ভাইরাস পেয়ে,
আমরা সবাই ধন্য।
নিম্ন আর মধ্য ভিত্তের,
জীবনে খুশির নেই কো রেশ।
যুব সমাজ আজ ঝণের বোঝায়,
জীবন করছে শেষ।
নেই কোনো বাক প্রতিবাদ,
সভা সমাবেশ।
উঁচু গলায় বললে কথা,
হয়তো তুমি শেষ।
সরকারী চাকরিজীবীদের,
জীবন কাটছে বেশ।
কাজ বীনা টাকা আসিলে,
কথা এখানেই শেষ।
জীবন যুদ্ধে হেরে যাচ্ছে,
শিক্ষিত অনেক বেকার।
প্রতিনিয়ত হচ্ছে তারা,
পারিবারিক কলোহের শিকার।
দীন মুজুররা পায় না খেতে,
দুবেলা দুমুঠো ভাত।
জীবন মৃত্যুর মাঝখানে তারা,
হচ্ছে কুপোকাত।