চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০ লিটার চোলাই মদসহ আবদুর রহিম (৬০) নামের এক মাদক কারবারী আটক করেছে পুলিশ।
রবিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ৭নং সদর ইউনিয়নের জয়কালী বাজার থেকে তাকে আটক করা হয়।জানা যায়,আটককৃত আব্দুর রহিম উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার এসআই মোঃ নওফেল আলম জানান,গতকাল উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজারে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ আবদুর রহিম (৬০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।