আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযানে ২০০ লিটার চোলাই মদ সহ আরিফ (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
শনিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ওমর পাড়া জামে মসজিদের সামনে তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। এই সময় তার মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। জানা যায়, আটককৃত আরিফ উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের উত্তর চাতরীর জাফর আহমেদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে আরিফ নামে এক যুবককে চোলাই মদ সহ গ্রেফতার করা হয়েছে। জানা যায় সে দীর্ঘ দিন ধরে কৌশলে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে মাদক ব্যাবসার সাথে জড়িত, এই বিষয়ে তার বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।