সাভারের আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামে ইন্টারনেট ব্যাবসার চাঁদা না পাওয়ায় প্রতিপক্ষ ব্যাবসায়ীকে পিটিয়ে আহত করেছেন এক যুবলীগ ওয়ার্ড সভাপতি।
বৃহস্পতিবার(১৯আগস্ট) সন্ধ্যায় ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্হানীয় বাসিন্দাদের বরাত দিয়ে নাম না প্রকাশের শর্তে এ প্রতিবেদককে বলেন, তৈয়বপুর গ্রামের স্হানীয় বাসিন্দা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদুল ইন্টারনেট ব্যাবসা শুরু করার জন্য নেট ব্যাবহার কারীদেরকে নেট সংযোগ দেওয়ার কথা শুনে সাইদুলের কাছে ১লাখ টাকা চাঁদা দাবি করে সে টাকা দিতে অশ্বীকৃতি জানালে ইয়ারপুর তৈয়বপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুবকর মোল্লা সাইদুলকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবু বক্কর মোল্লার বাসার সামনে দিয়ে নিজ বাড়ীতে যাওয়ার সময় গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
আহত সাইদুল এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বিষয়টি মিমাংসা করার প্রতিশ্রুতিতে তিনি (সাইদুল) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।