সাভারের আশুলিয়ায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ১৫জন সদস্যের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে আশুলিয়ার গৌরিপুর এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রাজু গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ রাজু আহমেদের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ১৫ আগস্টে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।