চট্টগ্রাম নগরীর মুরাদপুরে ইউনাইটেড ট্রাভেল এন্ড ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় উদ্বোধন হয়েছে।
মুরাদপুর মোড়ে মক্কা হোটেলের উত্তরে রফিক বিল্ডিংয়ের ২য় তলায় অবস্থিত এই অফিস। এছাড়া চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চৌধুরীহাট কলেজগেট এর হাজি সফুর মার্কেটের ২য় তলায় এর একটি শাখা রয়েছে।
ইন্ডিয়ান মেডিক্যাল ও ট্যুরিস্ট ভিসা সার্ভিস, ওমরাহ প্যাকেজ, দুবাই ভিজিট ও এমপ্লাইমেন্ট ভিসা সার্ভিস, আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট টিকেট, হোটেল বুকিং সহ যাবতীয় ট্রাভেল সেবা শতভাগ আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন- ইউনাইটেড ট্রাভেল এর ডাইরেক্টর সাহেদ খান।
সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত উদ্বোধনী প্রোগ্রামে অতিথি হিসেবে ছিলেন- কর্ণফুলি গ্যাস কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং গাউছিয়া কমিটি রাউজান গহিরা শাখার সহ সভাপতি মো. মহিউদ্দিন।
ধোপারদিঘির পাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক, মা বাবার দোয়া টেলিকমের প্রোপ্রাইটর, সমাজসেবক মো. আনোয়ার হোসেন,
মোনাজাত পরিচালনা করেছেন দক্ষিণ পাহাড়তলী চসিক ১নং ওয়ার্ড আকবরিয়া জামে মসজিদের খতিব মাওলানা আকতার হোসেন আল হাবিবী।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা কে আই জিহান, সাংবাদিক মো. এরশাদ, অর্কিট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মো. আইয়ুব, ওমান মাবেলা ব্যবসায়ি কল্যাণ সমিতির সদস্য জাহেদ, প্রবাসী কল্যাণ সমিতির সদস্য মো. আলমগীর, ইউনাইটেড ট্রাভেল এর সেলস ম্যানেজার ওমর ফারুক, বায়েজিদ থানা ছাত্রলীগের আকাশ মজুমদার, শিমুল আহমেদ শান্ত, হাটহাজারী যুবলীগ নেতা কলিমুল্লাহ, গাউছিয়া কমিটি হাটহাজারী পৌরসভা যুগ্ন সম্পাদক মো. সাহেদ, আলী হায়দার জিসান, কায়ছার হামিদ, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মো. কামাল,
দানিয়াল আলম, সুমন, সায়মন, বেলাল, সমাজসেবক মনির আহমদ, ইমন খান ও আরমান।