1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এখন সময়ের দাবি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এখন সময়ের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩২৩ বার

নিজস্ব প্রতিবেদকঃ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন এখন সময়ের দাবি। দেশের ৯৭ ভাগ শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপর।এমপিও ভুক্ত শিক্ষকরাই এই দায়িত্ব পালন করে থাকেন। অথচ এই শিক্ষকরাই নানা দিক দিয়ে অবহেলা ও বঞ্চনার স্বীকার।

এমপিও ভুক্ত শিক্ষকরা সরকার থেকে শতভাগ বেতন পেলেও বাড়ি ভাড়া পান ১০০০ টাকা, চিকিৎসা ভাতা পান ৫০০ টাকা, উৎসব ভাতা পান বেতনের শতকরা ২৫ ভাগ।সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এ বৈষম্য দূরীকরণ আবশ্যক।

গতকাল ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বিকাল ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১২ টায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

সভায় সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন বলেন, সরকার এখন বেছে বেছে কিছু এম,পিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করছেন।কিন্তু এখন বেছে বেছে নয়, সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এক ঘোষণার মাধ্যমে জাতীয়করন করা দরকার।

সংগঠনের মহাসচিব রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি,বঙ্গবন্ধু না থাকলে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না।বঙ্গবন্ধু ১৯৭২ সালে প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছিলেন।বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯০ টি রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয়কে এক ঘোষণায় সরকারি করেছেন। আমরাও চাই আমাদের শিক্ষাবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত জাতীয়করণ করবেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান বলেন, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন শিক্ষকদের আজ আন্দোলন করতে হতো না।মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এখন জাতীয়করণ থাকতো।বঙ্গবন্ধু বলেছিলেন,”যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব”।বর্তমান বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের দাবী-ন্যায্য দাবী, আমরা আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ন্যায্য দাবী মেনে নিয়ে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবদূর রহমান, এস এম ফরিদ উদ্দিন, কাজী নূর হাইউল হোসেন, সাহিদুল ইসলাম ও হারুন-অর-রশীদ হাওলাদার।
সংগঠনের যুগ্ম মহাসচিব মতিউর রহমান দুলালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আতিকুল্লাহ খান, মোহাম্মাদ নুরুল্লাহ, আব্দুল হাই সিদিকী, ইসমাইল হোসেন,মনির হোসেন, ফারুকুল ইসলাম, ডি এম সাহেব আলী, মোঃ হাোসেনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম