করোনা মহামারীর কারণে দেশে চলমান কঠোর লকডাউনে খেটে খাওয়া দিন মজুর, শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা (ওএমএস) কার্যক্রম পরিদর্শন করেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু।
চৌদ্দগ্রাম বাজারস্থ আবুল খায়ের সুপার মার্কেটে আব্দুল হক ডিলারের দোকানে ওএমএস কার্যক্রম পরিদর্শন করে এবং উপকারভোগি সাধারণ ক্রেতাদের সাথে এবিষয়ে কথা বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: নিজাম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পৌরসভার চারটি স্থানে সরকার নির্দেশিত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ন্যায্যমূল্যের (ওএমএস) চাল ও আটা বিক্রি করা হয়। চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা প্রতি কেজি ১৮ টাকা করে বিক্রি করা হচ্ছে। চলমান করোনাকালীন লকডাউনে ন্যায্যমূল্যের (ওএমএস) চাল ও আটা পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।