হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর এবং হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক ও শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন।
গতকাল হাটহাজারী মাদরাসা হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি এই টিকা নেন।
হেফাজত আমীর সাংবাদিকদের বলেন- ‘যে কোনো রোগের চিকিৎসা নেয়া সুন্নাত, করোনা ভাইরাসজনিত রোগ হতে বাঁচতে চিকিৎসারই একটি পদ্ধতি এই টিকা। তাই এটি গ্রহণে কোনো শরয়ী বাঁধা নেই।’
টিকা নিতে তিনি হাসপাতালে পৌঁছলে স্বাস্থ্যকর্মীরা গাড়ির নিকট গিয়েই তাঁকে টিকা দেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন বলেন- ‘জুনায়েদ বাবুনগরী হুজুর সিনোফার্মের টিকার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন।’
জানা যায়, গত ১৪ ই জুলাই টিকা গ্রহণে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন আল্লামা বাবুনগরী।