“বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগষ্ট (শনিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
সভায় কোম্পানীগঞ্জ উপজেলার মৎস চাষীদের বিভিন্ন সমস্যা ও সমাধান, এবং মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন, মাছ চাষীদেরকে রেনু/পোনা সরবরাহ,
মাছ চাষীদেরকে সরকারীভাবে নিবন্ধন করা, মাছ চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় কোম্পানীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মোঃ হাসান আহসানুল কবির,
উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আফরিন, দৈনিক ভোরের পাতার কোম্পানীগঞ্জ প্রতিনিধি শাহাদাত, দৈনিক সমকাল এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ তাবিবুর রহমান টিপু, দৈনিক শ্যামল বংলা’র নোয়াখালী প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন রাসেল সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।