চকরিয়া উপজেলার খুটাখালী উত্তর ফুলছড়ি রাবার ড্যাম সড়ক লন্ডভন্ড হওয়ায় জনদুর্ভোগ রাড়ছে।
ছড়া তীরবর্তী ৭ গ্রামবাসি রয়েছে চরম ঝুঁকিতে। সংশ্লিষ্ট এলাকার শতাধিক পরিবারের লোকজনের মধ্যে বিরাজ করছে চরম আতংক।
সর্বস্ব হারানোর ভয়ে দিন কাটছে ঐ সব গ্রামের শত শত পরিবারের। ছড়ার পাশ দিয়ে যাওয়া সড়কের বেহাল দশা বিরাজ করছে বলে জানান এলাকাবাসি।
স্থানীয়রা জানিয়েছেন, আধা কি:মিটারের এ রাস্তাটির প্রায় অংশ নদী গর্ভে বিলিন হয়েছে। মাত্র ১শ মিটার রাস্তা ভেঙ্গে জির্ণশীর্ণ হয়েছে। যান চলাচলতো দূরের কথা স্বাভাবিক ভাবে হাটা চলাই এখন মুশকিল হয়ে পড়েছে।
এত কিছুর পরও স্থানীয় পরিষদ, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোন উদ্দ্যোগ দেখা যাচ্ছে না। ছড়া তীরবর্তী ও রাবার ড্যাম সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী লোকদের যেন দূর্ভোগের অন্ত নেই।
স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল আমিন জানান, রাবার ড্যাম সড়কের ছড়ার পশ্চিম পাশ ১শ মিটার রাস্তা ভেঙ্গে পড়েছে। নদী ক্রমশই পাড়ার দিকে এগিয়ে আসছে। আধা কিলোমিটারের বেশি দীর্ঘ এ রাস্তাটি বিলীন হলে হুমকির মুখে পড়বে ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া, খাস ঘোনা, আজল্লা পাড়া, লুই ঘোনা, কচি কাটা, ঘাটঘর, রাবার ড্যাম এলাকার বিস্তীর্ণ জনপদ।
বর্তমানে শতাধিক পরিবার, দেড় শ একর ধানি জমি, বেশক’টি মৎস্য চাষের পুকুর চরম ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ভাঙ্গন প্রতিরোধে উদ্যোগ না নিলে সড়কটি নদীতে বিলিন হয়ে যাবে বলে আশংকা প্রকাশ করছেন তিনি।
ঐ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা খুটাখালী পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল আবছার হেলালী সড়কটি বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। এমনকি ৭নং ওয়ার্ডের রাবার ড্যাম সংলগ্ন এলাকা চরমভাবে অবহেলিত।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিলেও স্থানীয় জনপ্রতিনিধিরা এসব আমলে নিচ্ছেনা। অথচ এই রাস্তাটি দিয়ে হাজারও মানুষ প্রতিনিয়ত আতংক নিয়ে চলাচল করছেন।
এলাকাবাসী জানান, ভাঙ্গন রোধে বিভিন্ন সময়ে আশ্বাসের বাণী শুনা গেলেও কার্যকর কোন পদক্ষেপ মিলছেনা। সড়ক রক্ষায় ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনও করা হয়েছে। এছাড়া সড়কের দুটি পয়েন্ট চরম ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেন তারা।
কক্সবাজার পাউবো’র নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানিয়েছেন, নদী শাসন অত্যান্ত ব্যায় বহুল কাজ। তারপরও রাবার ড্যাম সড়কের ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে।