গাইবান্ধায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও হাসান, রোকন, রকি,লিখন, নান্নু সহ পর পর কয়েকটি হত্যাকান্ডের দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ডিবি রোডে হাসান হত্যা প্রতিবাদ মঞ্চ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, সিপির সভাপতি মিহির ঘোষ,এড,মিরাজুল ইসলাম বাবুজেলা বারের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গোলাম রব্বানী সহ অন্যান্যরা।
বক্তারা গাইবান্ধায় আইন শৃংখলার পরিস্থিতির চরম অবনতি হয়েছে অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রত গ্রেফতার করা না হলে দুর্বার আন্দোলনের হুশিয়ারি দেন তারা।