রাউজানের চিকদাইর হক বাজারের একটি দোকানে পণ্য সামগ্রী দিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের প্রতিষ্ঠাতা,তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।গতকাল তার জন্মদিন উপলক্ষে এ পণ্য সামগ্রী দেয়া হয়। জানা যায়,অর্থের অভাবে চিকদাইর হক বাজারের মুদির দোকানদার মোহাম্মদ জসিম উদ্দিন তাঁর দোকানে পুঁজিহারা হয়ে মানবেতর জীবন যাপন করছে দীর্ঘ দিন ধরে।অনেক কষ্ট জসিম তাঁর সংসার চারাতেন। তাঁর এমন মানবেতর জীবন যাপনের সংবাদ পেয়ে পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি সেন্ট্রাল বয়েজ অব রাউজান ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর মাধ্যমে পুঁজিহারা জসিম উদ্দীনকে মুদির দোকানের পণ্য সামগ্রী কিনে দেওয়া হয় পুনারায় ব্যবসার চালু করা জন্য। গতকাল চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলামসহ জসিম উদ্দীনের পুঁজিশুন্য মুদির দোকানে পণ্যসামগ্রী দিয়ে সাজিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যু্বলীগের সহ সম্পাদক জাহেদুল আলম জাহেদ, শফিউল আজম, জানে আলম মিনহাজ, রাশেদুল আলম রনি, ছাত্রলীগ নেতা কাজী মাসুদ রানা, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর, নোমান বিন আজিজি, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি এরশাদ, শরীফুল আলম প্রমুখ।এসময় দোকানদার জসিম উদ্দীন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এই উপহার সামগ্রী পেয়ে ফারাজ করিম চৌধুরীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।