বাংলাদেশে বৈশ্বিক করোনা মাহামারির তৃতীয় ঢেউ চলছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের লক্ষণও দেশের কোনো কোনো অঞ্চলে রোগিদের মধ্যে দেখা যাচ্ছে। দেশে করোনা আক্রান্ত রোগী ও করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। করোনায় আক্রান্ত অধিকাংশ রোগীরই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। প্রতিনিয়ত সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে প্রচুর রোগি ভর্তি হচ্ছে। হাসাপাতালগুলোতে সিট ও অক্সিজেন সংকট প্রকট। তাই সরকারি-বেসরকারি হাসপাতালের পাশাপাশি চৌদ্দগ্রামের করোনা আক্রান্ত রোগিদের কথা বিবেচনায় ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারই ধারাবাহিকতায় কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা ও শ্বাসকষ্ট জনিত রোগিদেরকে শুক্রবার (৭ আগস্ট) থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’। প্রথম পর্যায়ে সংগঠনটি চারটি সিলিন্ডার ও দুইটি অক্সিমিটার নিয়ে সেবা চালু করেছে। সেবা গ্রহিতাদের চাহিদা বাড়লে প্রয়োজনে সিলিন্ডার ও অক্সিমিটার সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান সংগঠনের সভাপতি মো: নূর উদ্দীন পিন্টু ও সাধারণ সম্পাদক খাঁন মো: আমিরুল আলম রিপন।
‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’ এর এ মহতি কাজের সাথে একাত্ত্বতা পোষন করে ইউনিয়নের সকল প্রবাসী সহ যারা অর্থ সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের সভাপতি মো: নূর উদ্দীন পিন্টু ও সাধারণ সম্পাদক খাঁন মো: আমিরুল আলম রিপন বলেন, ‘চৌদ্দগ্রাম সহ সারাদেশের করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। গত কয়েকদিনে চৌদ্দগ্রামে প্রতিদিন করোনা রোগির সংখ্যা প্রায় একশ’র কাছাকাছি। করোনা ও শ্বাসকষ্ট জনিত রোগিদের কথা বিবেচনা করে ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’ এর পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে চারটি সিলিন্ডার নিয়ে কাজ করছি। প্রয়োজনে ভবিষ্যতে সিলিন্ডার সংখ্যা বাড়ানো হবে। এসময় অক্সিজেন সেবা কার্যক্রমে সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী হিসেবে যারা মাঠে সময়, মেধা ও শ্রম দিয়ে কাজ করছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ফ্রি অক্সিজেন সেবাকে সহজলভ্য করতে সংগঠনের সদস্যদেরকে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দেয়া হয়েছে। সেবা গ্রহণের জন্য নিন্মোক্ত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নম্বরগুলো যথাক্রমে: ১নং ওয়ার্ড-মো: ইলিয়াছ (বাকগ্রাম), মোবাইল নম্বর: ০১৮৩৩৮৫৩৫৩৫, ২নং ওয়ার্ড- কাজী আ: মমিন বাদশা (নারানকুরি), মোবাইল নম্বর: ০১৫৮০৩৫৪৮৩৪, ৩নং ওয়ার্ড-মো: ফখরুল আহমদ ফারহান (কুলাসার), মোবাইল নম্বর: ০১৬৩৮৮১৯৫৮১, ৪নং ওয়ার্ড- মো: মাঈন উদ্দিন মিন্টু (দামারপাড়া), মোবাইল নম্বর: ০১৭৫১৬৯০৪১৮, ০১৮৮৫৩৩৫২৪৭, ৫নং ওয়ার্ড- মো: শাকিল মোল্লা (পূর্ব ডেকরা), মোবাইল নম্বর: ০১৮১৩২০৭৭৬২, ০১৮১৫৪৫৬০৪৪, ৬নং ওয়ার্ড- মো: আবুল বাশার (ঘিনাগাজী), মোবাইল নম্বর: ০১৮২৩২৪১১৬৯, ৭নং ওয়ার্ড- মো: শাহ আলম (লক্ষ্মীপুর), মোবাইল নম্বর: ০১৮৬৭৬৮৪৯১৭, ৮নং ওয়ার্ড- মো: সুমন (পদুয়া), মোবাইল নম্বর: ০১৬৪৫১৪০৬৭৭, ৯নং ওয়ার্ড- মো: সবুজ স্যার (ভাজনকরা), মোবাইল নম্বর: ০১৬১৬০২৫৯০০।