কুমিল্লার চৌদ্দগ্রামের ডাকাতিয়া, কাঁকড়ি, কানাইল নদীতে বিভিন্ন প্রজাতির ১২০ কেজি পোনা মাছ অবমুক্ত করেছে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ)। মাছ চাষে উদ্ভূদ্ধকরণ, প্রাকৃতিক জলাশয়-নদীতে মাছের আধিক্য বৃদ্ধির সামাজিক আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২০ আগস্ট) সকালে ফাউন্ডেশনের সদস্যরা কানাইল নদীর ফেলনা-চাঁন্দিশকরা অংশে, ডাকাতিয়া নদীর চিলপাড়া ও মরকটা অংশে এসব মাছ ছাড়েন।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য, গ্রামবাংলা ট্রান্সপোর্টের চেয়ারম্যান মো: সোহেল, কামাল পাটোয়ারী, সদস্য সাংবাদিক এমদাদ উল্লাহ, সাংবাদিক বেলাল হোসাইন, ফাউন্ডেশনের সদস্য ও স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন, ফাস্ট কেয়ার হাসপাতালের পরিচালক মো: ইলিয়াছ, ফাউন্ডেশনের সদস্য মো: সুমন, মো: জসিম উদ্দিন হাসান, ফাইজা জাহান, আবু বকর সিদ্দিক, এম জে হাসান প্রমুখ।