কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের হাজী মো: সিদ্দিকুর রহমান শনিবার (২১ আগস্ট) সকাল সাতটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আপনজন রেখে যান।
শনিবার বাদ জোহর মরহুমের নিজ বাড়ি সংলগ্ন বাহেরগড়া দক্ষিণ পাড়া বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত থেকে মরহুমের স্মৃতিচারণ করেন মরহুমের ছোট ছেলে মো: রফিকুল ইসলাম খোকন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের ছোট মেয়ের জামাই মো: নাছির উদ্দিন মোহন, মাওলানা মো: আব্দুল মান্নান, মাওলানা মো: আমির হোসেন, বিশিষ্ট আ’লীগ নেতা মো: শাহাজাহান চৌধুরী, ইউপি ইউপি সদস্য মো: মাসুম শান্ত, মাওলানা মো: কামাল রায়হান, মাওলানা মো: নজরুল ইসলাম, মো: জাকির হোসেন, মৌলভী মো: মমতাজ, মো: হেলাল খাঁনসহ মরহুমের আত্মীয়-স্বজন, আলেম-ওলামা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।