বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১১ টায় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
এতে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, সভা পরিচালনা করেন, গুইমারা উপজেলা (অঃদাঃ)মৎস্য অফিসার সুদৃষ্টি চাকমা।
উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোই মগ, মুক্তিযোদ্ধা শাহ আলম, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সহ সভাপতি আবদুল আলী, সাংগঠনিক সম্পাদক আনন্দ সৌম, শাহ আলম, বেলাল হোসাইন, সাচিং মারমা, জনি ভট্টাচার্যসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
মতবিনিময় অনুষ্ঠনের পূর্বে সকাল ১০ টায় গুইমারা মডেল হাইস্কুল পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য জেলার গুইমারা উপজেলায় মৎস্য সম্পদ চাষের মাধ্যমে সাবলম্বী হওয়ার ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে মৎস্য সেক্টরে প্রত্যাশার প্রতিফলন ঘটবে। তাই চাষীদের মৎস্য চাষকে প্রাধান্য দিয়ে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭দিন নানা কর্মসূচীর হাতে নেয় “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটি। এতে গুইমারা উপজেলা পরিষদের মৎস্য কর্মকর্তা, মাছচাষী ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকরা অংশ নেয়।
উল্লেখ্য যে মতবিনিময় শেষে মৎস চাষীদের মাঝে ১৫০০ এবং জন্মাষ্টমী উপলক্ষে আগত ভক্তদের জন্য ৪০০ মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।