জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নোয়াখালীর কবিরহাটে ৭ হাজার দুস্থ পরিবারের মাঝে মেজবানি খাবার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি।
আজ সকালে কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান। পরে দোয়া মোনাজাত শেষে ১২টি পিকআপের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে দুস্থদের মেজবানি খাবার বিতরণ করা হয়।