লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ নব্য-জেএমবি’র সদস্য নাজমুস সাকিব (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সহযোগীতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করে হাতিবান্ধা থানা পুলিশের একটি দল। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম। নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের কোরবান আলীর সন্তান বলে জানা গেছে।ওসি এরশাদুল আলম জানান, নব্য-জেএমবি সদস্য নাজমুস সাকিবের নামে পুলিশ সদস্য আহত ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলো আদালত।
ওই মামলায় সিটিটিসি সদস্যদের সহযোগীতায় সাকিবকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেফতার কৃত সাকিবের নামে আদালতে ৩টি মামলাও রয়েছে যার একটি মামলায় সে জামিনে আছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে নাজমুস সাকিব কে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য-জেএমবির সদস্য। রাকিব বর্তমানে লালমনিরহাট কারগারে আছেন।