মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে মশা নিধনে কাজ শুরু করেছে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের মুন্সীগঞ্জ জেলার সভাপতি এএন হুমায়ুন কবির সাগর। মশা নিধন কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যায় টঙ্গীবাড়ি থানা এলাকা, অফিসার্স কোয়ার্টার ও টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশা নিধন গানের সাহায্যে মশানিধন কার্যক্রম করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টংগীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা মানবাধিকার উন্নয়ন কমিশনের সাধারণ সম্পাদক ফাহাদ মোল্লা, সহ সভাপতি আরিফ মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, উপ প্রচার সম্পাদক মোঃ রাসেদুল উপ দপ্তর সম্পাদক শেখ জাহিদ হাসান, সদস্য মোঃ সাব্বির শেখ প্রমুখ।