মীরসরাই উপজেলার ৬নং ইছাখালি ইউনিয়নে হাসনাবাদ গ্রামে তাস খেলাকে কেন্দ্র করে বিতর্কের এক পর্যায়ে মারধরের শিকার হয়ে বাহার মিয়া (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
রবিবার (০৯ জুলাই) সন্ধ্যায় তাস খেলাকে কেন্দ্র করে ভাগবিতণ্ডায় একপর্যায়ে এ ঘটনা ঘটে।
নিহত বাহার মিয়া ইচাখালি ইউনিয়নের হাসনাবাদ গ্রামের নুর ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, নিহত বাহার মিয়ার সাথে একই এলাকার রিদোয়ানের সাথে তাস খেলা নিয়ে জগড়া হয়ে মারামারি ঘটনা ঘটে। এরপরে বাহার অসুস্থ হয়ে রাতে মারা যায় বলে তার পরিবার আমাকে জানিয়েছেন।
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে মারধরের ফলে মৃত্যু হয়েছে কিনা তা রিপোর্ট আসলে বলা যাবে। লাশ ময়নাদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।