‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এই শ্লোগানকে নিয়ে কুমিল্লার তিতাসে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়।
আজ রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।