ইউএনও থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে চাঁদপুরে বদলি হওয়ায় কুমিল্লা তিতাস উপজেলার ইউএনও মোছাম্মৎ রাশেদা আক্তারকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত ও কোষাধ্যক্ষ জুয়েল রানা। এসময় আরো উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি এমএ কাশেম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সুমন, শামসুদ্দিন আহমেদ সাগর, মহসিন হাবিব, সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, সাংবাদিক আলমগীর, রাসেল মুন্সি, শাহিদ, নাঈম ও কায়ইমুল।
বক্তারা বলেন, ইউএনও রাশেদ আক্তার যেভাবে তিতাসের সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন ও করোনা মোকাবিলায় সচেষ্ট থেকেছেন তার জন্য তিতাসবাসী তাকে সারা জীবন স্মরণ করবেন। অনুষ্ঠান শেষে ইউএনওর হাতে বিদায়ী সম্মাননা উপহার তুলে দেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।