মাগুরার শ্রীপুর উপজেলার ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে রবিবার দিনব্যাপী গরীব ও দুস্থ মানুষের মাঝে ২ হাজার ৩০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এ কর্মসূচি গ্রহণ করেন।
বিকেলে ইউনিয়নের আনন্দনগর বাজারে খাবার বিতরণ ও মহেশপুর মধ্যপাড়ায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী জালাল উদ্দিন, যুবলীগ নেতা বাবুল রেজা, হাসানুজ্জামান হান্নান, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা আরজান বাদশা, মনিরুল ইসলাম লাল্টু, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল বাছাড়, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি নাজমুল হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ।