সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের রাজনৈতিক কার্যালয় হাওর চোখ নামে ও উনার ছবি ব্যাবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ৪-৫ টি ভুয়া ফেইসবুক আইডি ও পেইজ খুলা হয়েছে। ওইসব ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় জিডি করেছেন তিনি।
সোমবার (৯ই আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরীর কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
এ সম্পর্কে শামীম আহমেদ বিলকিস বলেন,আমার রাজনৈতিক কার্যালয় হাওরচোখ নামে আমার কোন ফেইসবুক একাউন্ট নেই। এই ভুয়া আইডিগুলো থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর সম্ভবনা রয়েছে। ভুয়া অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিয়ে আমি নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছি। তবুও এসব ফেক আইডির দ্বারা কোনো নেতাকর্মী বা কেউ যাতে বিরূপ পরিস্থিতির মুখোমুখী না হন সেজন্য বাড়তি সতর্কতা হিসেবে লিখিত অভিযোগ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি।
এ সম্পর্কে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী বলেন, ওইসব ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় জিডি করেছেন তিনি। আইন অনুযায়ী পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা বাহিনী।