শেরপুরের নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে মূল বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ। এ সময় চন্দ্রকোনা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম, সরকারি হাজী জালমামুদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফকির মোঃ রেজাউল করিম, মমিনাকান্দা আল আমিন দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী, নারায়নখোলা হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইসলামনগর সাইলামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর সাত্তারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।