ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর দায়েমী ফাউন্ডেশনের উদ্যোগে ‘খাদ্য ব্যবস্থার রূপান্তর” এ স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২১ উপলক্ষে আলোচনাসভা ও ইব্রাহিপুর সুফি আজমত উল্লাহ (রঃ) এতিমখানা নিবাসীদের মাঝে হাইজিন ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে ইব্রাহিপুর সুফি আজমত উল্লাহ (রঃ) এতিমখানা অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে শতাধিক এতিমখানা নিবাসীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত শাহ সুফি ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মোঃ আসাদুল ইসলাম।
উপস্থিত ছিলেন, দায়েমী ফাউন্ডেশনের কো অর্ডিনেটর আতাউল্লাহ উজ্জ্বল, হাফেজ সাইদুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।