ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাক আহমেদ (৬২) সোমবার (৩০ আগস্ট) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর নামাজে জানাজা শেষে কালঘড়া কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।
তার মৃত্যুতে উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।