নরসিংদীর জেলা বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ১৬ই আগস্ট জেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূইয়া, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক, আমিনুল হক বাচ্চু, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়া শামস কেনেডি, ওলামা দলের সভাপতি নুরুল ইসলাম, হাজিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, শহিদুল ইসলাম, আনোয়ার সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।