সাটির পাড়া কে,কে,ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের ফ্রেন্ডেস ৮৪ এসএসসি পরিক্ষার্থীদের মিলন মেলা নরসিংদী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী সাটির পাড়া কে, কে,ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের ফ্রেন্ডেস ৮৪ এস,এস,সি পরিক্ষার্থীদের মিলন মেলা সাংবাদিক বিশ্ব নার্থ পালের সঞ্চালনায় ও শাকিরুজ্জামান অপুর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত জননন্দিত পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন সালাহউদ্দিন টিপু, গিতা পাঠ করেন দিলিপ কুমার সাহা, আরো উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ৮৪ সহসভাপতি আলহাজ্ব ওমর ফারুক মিয়া, ডাঃকৃষ্ণ কান্ত সেন, অধ্যাপক গৌতম বধন,ডাচ,বাংলা, ব্যাংকের ইভিপি মোশারফ হোসেন, নাজমুল হাসান ভূইয়া, বিজয় রায়,সহ আরো অনেকে। প্রধান অতিথি বলেন ফ্রেন্ডেস ৮৪ সাটির পাড়া কে, কে, ইনস্টিটিটিউশনের সোনালী অতীত, তারা এই বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রেখেছেন,এবং তাদের ভবিষ্যৎ উজ্জল করেছে, তারা পেয়েছে সামাজিক স্বীকৃতি, যার,যার অবস্থান করেছে মজবুত, বিগত নরসিংদী পৌর নির্বাচনে ফ্রেন্ডের্স ৮৪ অবদান ভুলার নয়, আমি যতো দিন বেচেঁআছি ফ্রেন্ডের্স ৮৪ বন্ধুরা আমার পাশে থাকবে বলে দৃঢ বিশ্বাস আমিও কথা দিতে চাই ফ্রেন্ডস ৮৪ সাথে ছিলাম, আছি,এবং থাকবো,