জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ে ৮ই আগস্ট রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সামছুউদ্দিন কালু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও বিধবা সাতজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।