নোয়াখালীতে শোক দিবসে জেলা আ’লীগ অফিসে তালা ; ক্ষোভ প্রকাশ করলেন সদর উপজেলা সভাপতি পুষ্প অর্পণ নেতা কর্মীদের মাঝে ক্ষোভ
নোয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে পুষ্প অর্পণ করতে গেলে দলীয় কার্যালয়ে তালা দেখে ক্ষোভ প্রকাশ করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শিহাব উদ্দিন শাহীন পরে ক্ষিপ্ত নেতাকর্মীরা রাস্তায় সড়ক অবরোধ করেন।
রবিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শিহাব উদ্দিন শাহীন প্রথমে ফুল দিতে গেলে জেলা অফিসে তালা দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পরে তারা ফুল নিয়ে যাওয়ার সময় হঠাৎ অফিসে তালা খুলে দেয়া হয় পরে তিনি দলীয় কার্যালয়ে ঢুকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানান এবং রাস্তায় সড়ক অবরোধ করে এ প্রতিবাদ জানান।
সড়ক অবরোধ শেষে পরে সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে এর ন্যায় বিচার দাবি জানান।