কোভিড় ১৯ পজিটিভ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থাপিত হলো ১০ হাজার লিটার বিশিষ্ট তরল অক্সিজেন প্লান্ট ও ১০ টি আইসিইউ বেড।
জেলা প্রশাসন নোয়াখালী এবং স্বাস্থ্য বিভাগ নোয়াখালী এর যৌথ উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় ১০,০০০ (দশ হাজার) লিটার বিশিষ্ট তরল অক্সিজেন প্লান্টের সাথে আরও স্থাপিত হলো ১০ টি আইসিইউ এবং ২০ টি এইচডিইউ বেড।
নোয়াখালীতে নতুন করে প্রায় ১০০ বেড বিশিষ্ট নতুন কোভিড় ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। যার চালিকাশক্তি মূলত এই তরল অক্সিজেন প্লান্ট। এর ফলে কোভিড় ১৯ রোগীদের জন্য উন্নততর চিকিৎসার পথ সুগম হলো এবং নোয়াখালীর চিকিৎসাসেবায় একটি অনন্য মাত্রা যোগ হলো বলে মনে করছেন সচেতন মহল।