ফেনী শহরের নাজির রোডে মো: সোহেল (৩৫) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত মো. সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলাকায়। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে।
সোহেলের চাচাতো ভাই ফাহাদ অভিযোগ করে বলেন, ‘রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তার স্ত্রী। যাওয়ার সময় সে তার বাবা মারা গেছে বলে বাসার দারোয়ানকে জানান’।
ফাহাদ আরো জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধিন রয়েছে’।