লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক এর সম্মানিত স্ত্রী জনাবা জোহরা বেগম (৩৩) গত রাত ২:৩০টায় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকাল তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে যান। উল্লেখ্য যে,তিনি মাত্র ১৪ দিনের সন্তান রেখে ইন্তেকাল করেন।
রোববার বিকাল ৫:৩০ টায় বাউরা ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
অপরদিকে পাটগ্রাম ধবলসতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব হাফিজার রহমান এর সম্মানিত মা জনাবা, হুফরন্নেছা (৯৮) বার্ধক্যজনিত কারণে রোববার রাত ৩ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার বেলা ২:৩০টায় তার গ্রামের বাড়ি মাঝিপাড়ায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূএে জানা গেছে।
শোক বাণীঃ-
জনাবা, জোহরা বেগম ও জনাবা, হফরম্নেছার মৃত্যুতে শোকবাণী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও লালমনিরহাট জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আবু তাহের,জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা শুরা সদস্য পাটগ্রাম উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ।
শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমাদের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করে বলেন,আল্লাহ তায়ালা যেন মরহুমা ২ জনের জীবনের গুনাহ ক্ষমা করে তাদেরকে সর্বোচ্চ জান্নাত দান করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের সবরে যামিল দান করেন।